নেতৃবৃন্দ গতকাল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস এবং গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খানের মনোনীত মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছকে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত করায় গৌরনদী পৌরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন-গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মিয়া, সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ মানিক, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি এস.এম মনিরুজ্জামান মনির, কাজল হাওলাদার, লুৎফর রহমান দ্বিপ, ছাত্রলীগ নেতা রনি কাজী, স্বপন হাওলাদার, মাহবুল খান, আনোয়ার হোসেন, মামুন খান, ইমরাত খান প্রমুখ।