বিসিসি’র পরিচ্ছন্ন কর্মীর লাশ উদ্ধার

করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ১১ টায় নগরীর বিসিক এলাকার হাজির পুকুরের খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিসিসি’র ওই পরিচ্ছন্ন কর্মীর নাম হারুন খান (১৮)। সে ২নং ওয়ার্ড কাউনিয়া সরদার বাড়ি এলাকার বাসিন্দা রসুল খানের পুত্র। হারুনের ভাই নাসির তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে। মুদি দোকান নিয়ে তার ভাইয়ের সাথে স্থানীয় শিপন, বশির ও বাচ্চুর সাথে বিবাদ ছিল। তারা বিভিন্ন সময়ে তার ভাইকে দেখে নেয়ার হুমকি দিয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে হারুনের বন্ধু রাশেদকে আটক করেছে পুলিশ। হারুন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী হিসেবে র‌্যাব-৮ কার্যালয়ে দায়িত্ব পালন করতেন।

নাসির জানায়, শনিবার সন্ধ্যায় বন্ধু রাশেদ তাকে বাসা থেকে ডেকে নেয়। রাশেদই পুকুর পাড় থেকে হারুনের জামা কাপড় উদ্ধার করে। পরে রাশেদ তাদের খবর দিয়ে জানায় হারুনকে পাওয়া যাচ্ছে না। সারা রাত পুকুর তল্লাশী চালিয়েও হারুনকে পাওয়া যায়নি। সকালে পুকুর পাড়ের খাদ থেকে হারুনের লাশ উদ্ধার করা হয়। হারুন তিনভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ সন্তান ছিল। গতকাল রবিবার তার মেঝোভাই রাসেল খানের বিয়ের কথা ছিল। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হারুনের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আটক হারুনের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হারুন মাদকাসক্ত ছিল। এছাড়াও র‌্যাব কার্যালয়ে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করার সুবাদে সে একটু বেপরোয়া ছিল। এ কারনে এলাকায় তার শত্র“ ছিল। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। র‌্যাব-৮’র ১নং কোম্পানীর অধিনায়ক রাশেদুল হক খান বলেন, হারুন বিসিসি’র পরিচ্ছন্ন কর্মী হিসেবে তাদের কার্যালয়ে কাজ করত। তার লাশ উদ্ধারের খবর পেয়ে একটি দল তথ্য উদ্ধারে কাজ করছেন বলে তিনি জানান।