রবিবার বিকেলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ১২০টি মোবাইল সেট ও ৫৫৯টি সিম লুটে নিয়েছে।
জানা গেছে, নগরীর সদর রোডস্থ গ্রামীন ফোন সেন্টার থেকে পিরোজপুর শাখার আকন ট্রেডিংয়ের নামে সেটসহ অন্যান্য মালামাল উত্তোলন করে কর্মচারী তাপস পাল। এরপর সে বিকেল সোয়া তিনটায় রিক্সাযোগে গ্রামীন ফোন সেন্টার থেকে রুপাতলী বাসস্টান্ড যাচ্ছিল। পুলিশ লাইনের আর্শেদ আলী কন্টাকটর গলির সামনে পৌছলে দুটি মোটরসাইকেলে ৪/৫ জন ছিনতাইকারীরা রিক্সার গতিরোধ করে। এসময় অস্ত্রের মুখে জিম্মী করে তাপস পালের সাথে থাকা সেট ও সিম ছিনিয়ে নিয়ে যায়। তাপন পাল জানান, বিষয়টি কোতোয়ালী পুলিশকে অবহিত করা হয়েছে। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনাটি তিনি জানেন না। তবে বিষয়টি তিনি এখনই খোঁজ নিচ্ছেন বলে উল্লেখ করেন।