প্রার্থী মোঃ জুয়েল খান গতকাল সোমবার এক লিখিত অভিযোগে জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সময়ে তাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষের লোকজন এলাকায় নানা ধরনের অপবাধ রটিয়েছেন। তারই ধারাবাহিকতায় অতিসম্প্রতি তাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে মিথ্যে ও বিভ্রান্তিকর সংবাদ। যাতে তাহার মানহানির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগে তিনি আরো অভিযোগ করেন, গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ভজন কুন্ডর উদ্বৃতি দিয়ে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, তাকে (জুয়েল খানকে) ভোট না দেয়ায় ব্যবসায়ী ভজন কুন্ডর কাছে নির্বাচনের পরেরদিন (১৪ জানুয়ারি) দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছে জুয়েল খান। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও হয়েছে। চাঁদা দাবি কিংবা বিক্ষোভ মিছিলের অভিযোগ অস্বীকার করে লিখিত অভিযোগে পরাজিত কাউন্সিলর প্রার্থী জুয়েল খান উল্লেখ করেন, প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে চাঁদা দাবি কিংবা বিক্ষোভ মিছিলের কোন ঘটনার সত্যতা পাওয়া গেলে তিনি প্রতিপক্ষের সকল অভিযোগ মেনে নিবেন। তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিপক্ষের এহেন কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান করেন। অন্যথায় তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেন।