বখাটেদের হামলায় কলেজ ছাত্রী ও তার পিতা আহত

দু’দফা হামলার স্বীকার হয়েছেন দিনমজুর পিতা। পিতার ডাকচিৎকারে এগিয়ে এসে বখাটেদের হামলায় আহত হয়েছে ওই কলেজ ছাত্রীও। হামলার পর বখাটে ও তার সহযোগীরা কলেজ ছাত্রীর পুরো পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে। দু’ঘন্টাপর অবরুদ্ধর হাত থেকে মুক্ত করে স্থানীয়রা আহত কলেজ ছাত্রী সোনালী বিশ্বাস ও তার পিতা কালু বিশ্বাসকে রবিবার (১৬ জানুয়ারি) রাতে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্মপুর গ্রামে।

আগৈলঝাড়ার ছয়গ্রাম ডিগ্রী কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী ও রত্নপুর গ্রামের দিনমজুর কালু বিশ্বাসের কন্যা আহত সোনালী বিশ্বাস (১৮) জানান, দীর্ঘদিন থেকে কলেজে আসা যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছিলো একই গ্রামের রাম চন্দ্র বালার পুত্র রিপন বালা (২০)। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বখাটে রিপন ও তার সহযোগীরা কলেজ ছাত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে। গত শনিবার (১৫ জানুয়ারি) কলেজ থেকে বাড়ি ফেরার পথে পূর্ণরায় বখাটেরা ওই ছাত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে। বাড়ি ফিরে সোনালী বিষয়টি তার পিতা কালু বিশ্বাসকে অবহিত করে। 

দিনমজুর কালু বিশ্বাস জানান, ওইদিন বিকেলে তিনি বখাটে রিপনের কাছে বিষয়টি জানতে গেলে রিপন ও তার সহযোগীরা তাকে (কালু বিশ্বাসকে) মারধর করে। স্থানীয় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন সরদারসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে মারধরের ঘটনায় তিনি (কালু) বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার বিকেলে বখাটে রিপন ও তার ৭/৮ জন সহযোগীরা দিনমজুর কালু বিশ্বাসের বাড়িতে উপস্থিত হয়ে পূর্ণরায় হামলা চালায়। এসময় কালু বিশ্বাস (৬০) আত্মরক্ষার্থে ডাকচিৎকার শুরু করেন। তার চিৎকারে কলেজ পড়ুয়া সোনালী বিশ্বাস হামলার হাত থেকে পিতাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে বখাটেরা তার ওপরও হামলা চালায়। একপর্যায়ে বখাটেরা কলেজ ছাত্রীর পুরো পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে। প্রায় দু’ঘন্টাপর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। ওইদিন (রবিবার ১৬ জানুয়ারি) রাত দশটার দিকে আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।