বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

সমিতির নির্বাচন উপ-পরিষদ এ তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ জানুয়ারী খসরা ভোটার তালিকা প্রকাশ, ৩০ জানুয়ারী চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩১ জানুয়ারী মনোনয়নপত্র বিতরন, ১ ফেব্র“য়ারী মনোনয়নপত্র গ্রহণ, ২ ফেব্র“য়ারী বাছাই, ৩ ফেব্র“য়ারী মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ১৫ ফেব্র“য়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

একাধিক সূত্র জানায়, নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী তালিকা চুড়ান্ত হলেও মহাজোট সমর্থিত আইনজীবী সংগঠনের প্রার্থী নির্বাচন করা হয়নি। প্রার্থী তালিকা চুড়ান্ত করতে আজ সোমবার এ সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সুত্র আরো জানায়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি পদে এ্যাড. আব্দুর রহিম খান বাদশা ও সম্পাদক পদে এ্যাড. আবুল কালাম আজাদ নির্বাচন করবেন। এ দুই প্রার্থী অনেক আগে থেকেই নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।