ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপজেলার ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ইভটিজিং বিরোধী সাংস্কৃতিক প্রতিযোগীতা, নাটক, ষ্টল পরিদর্শন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ।
বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্ঠা ও স্পিড ট্রাস্টের আয়োজনে বিএনডিএন ও স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের সহায়তায় গতকাল সোমবার দুপুর বারোটায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে দু’দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার ইসাহাক আলী, বরিশাল অমৃত লাল দে কলেজের প্রভাষক ও স্পিড ট্রাস্টের প্রতিনিধি মেজবা বীন ইকবাল শামীম। উদ্বোধনী বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবীর। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন শারমীন কবীর বিথী। সকাল দশটা থেকে অনুষ্ঠান চলে বিকেল তিনটা পর্যন্ত। আলোচনাসভার সভাপতি জহুরুল ইসলাম জহির অনুষ্ঠানের শেষপ্রান্তে আগত দশনার্থী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ‘ইভটিজিং ও যৌন হয়রানীকে না বলো-মাদককে না বলো’ শপথ বাক্য পাঠ করান।