কোটালীপাড়ায় অহিদুল ইসলাম আবারো নির্বাচিত

নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন এইচ.এম অহিদুল ইসলাম। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ন ভাবে একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিদিনের চেয়ে গতকাল সোমবার আবহাওয়া অনুকুলে থাকায় সকাল থেকেই ভোটারা স্বতঃস্ফুর্ত ভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়। পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রের সর্ব মোট ৩ হাজার ৫ শত ৩১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ২’শ ৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বর্তমান মেয়র অহিদুল ইসলাম ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম অহিদুল ইসলাম (দোয়াতকলম) ১ হাজার ৫’শ ৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন (দেয়াল ঘড়ি)। তিনি পেয়েছেন ১ হাজার ৪’শ ৯৫ ভোট। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে নির্বাচিত হয় ১ নং ওয়ার্ডে আকলিমা বেগম, ২ নং ওয়ার্ডে ফাতেমা কামাল ও ৩ নং ওয়ার্ডে অনিমা বিশ্বাস। কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পৌর এলাকার ভোটার সাইদুর রহমান, ওমর আলীসহ একাধিক ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, পৌরবাসীর ভাগ্য উন্নয়নে অহিদুল ইসলাম মেয়র হওয়ার আগেও নিরলস ভাবে কাজ করে গেছেন। মেয়র নির্বাচিত হওয়ার পর পৌরসভাসহ পৌরবাসীর উন্নয়ন ঘটাতে তার কাছে কারো যেতে হয়নি। বরং তিনিই (অহিদুল ইসলাম) ছুটে গেছেন পৌরবাসীর দ্বারে দ্বারে। কোটালীপাড়া পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষে বিগত দিনের উন্নয়নের খাদেম অহিদুল ইসলামকেই তারা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত করেছেন।