বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার। তিনি ভোট পেয়েছেন ৮হাজার ৬শ’ ২৪টি এবং তার নিকটতম প্রার্থী আ’লীগ সমর্থীত খায়রুল আলম খোকন বেপারী পেয়েছেন ৭হাজার ৮শ’ ২৯ ভোট ও বিএনপি সমর্থীত প্রার্থী এস এম মাহবুব মুন্সি পেয়েছেন ৩হাজার ২৪ ভোট। ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরপদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন, আকমল বেপারী, অলিল হাওলাদার, তোফাজ্জেল হোসেন দাদন, কেরামত আলী সরদার, মজিবর রহমান, ইউনুস আলী, হাবুল চৌকিদার দেলোয়ার হাওলাদার ও আঃ রশিদ বিশ্বাস এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরপদে রাশিদা বেগম, জিয়াসমিন ও লাকি বেগম।