(২০১০ সালের )বছরের চেয়ে ৫ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহন করবে। এছাড়াও এবার ৫টি নতুন কেন্দ্র করা হয়েছে।
বরিশাল শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০১১ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৬১ হাজার ১শ’ ৪৩ জন পরীক্ষার্থী ফরম ফিলাপ করেছে। গত বছর অংশ নিয়েছিল ৫০ হাজার ৫শ ৫৯ জন পরীক্ষার্থী। এছাড়া গত বছর ৬৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭০টি কেন্দ্রে। বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. বিমলকৃষ্ণ মজুমদার জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পরীক্ষার আগে সভা করার কারনে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় পূর্বের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।