ওয়ার্কচার্জ কর্মচারীরা আগামী শুক্রবার থেকে সারাদেশে সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
সারাদেশে সড়ক ও জনপথ বিভাগের ৭ হাজার ২০০ ওয়ার্কচার্জ কর্মচারীর চাকুরী স্থায়ীকরনের দাবীতে ১৩ জানুয়ারী থেকে ওই কর্মচারীরা ২ ঘন্টা করে কর্মবিরতী কর্মসূচী পালন শুরু করছে। প্রতিদিন কর্মসূচী পালনকালে স্থানীয় সওজ কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হচ্ছে। বুধবার অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জানান, আগামীকাল শুক্রবার থেকে ওয়ার্কচার্জ কর্মচারীরা কাফনের কাপর বেধে রাস্তায় নেমে পড়বে। ওইদিন থেকে ফেরী চলাচল বন্ধ ও সড়ক অবরোধ করে রাখবে । কর্মচারী ইউনিয়নের বরিশাল জেলা সভাপতি আঃ হালিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জেলা সম্পাদক আঃ হান্নান তালুকদার, ফেরী বিভাগ অঞ্চলিক কমিটির সম্পাদক ইদ্রিস আলী, লাল মিয়া, আনোয়ার হোসেন, আঃ রশীদ খান, আলাউদ্দিন সিকদার প্রমুখ।
উল্লেখ্য ৭ হাজার ২০০ ওয়ার্কচার্জ কর্মচারী ১৯৮৫ সাল থেকে দৈনিক মজুরীর ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। ২৭ বছরে কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভূক্ত হয়নি। কিন্তু ওই ২৭ বছরে সড়ক ও জনপথ বিভাগে নতুন কোন কর্মচারীও নিয়োগ দেয়া হয়নি। ফলে পদগুলো খালী হয়ে আছে। এমন অবস্থায় ওয়ার্কচার্জরা অফিসের গুরুত্বপুর্ন কাজ করে যাচ্ছেন। তাই ওয়ার্কচার্জ কর্মচারীরা তাদের চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার দাবীতে গত ৯ জনুয়ারী থেকে শুরু করে।