বিএনপির দলীয় কোন্দলে পৌর নির্বাচনে ভরাডুবি

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির দু’সদস্যর মতবিরোধ ও দলের র্শীর্ষনেতাদের সহযোগীতা না পাওয়ার কারনেই বিএনপি অধ্যুষিত গৌরনদীতে দলীয় মেয়র প্রার্থীর ভরাডুবি হয়েছে বলে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা দাবি করেছেন। এছাড়াও প্রার্থী বাছাইয়ে প্রথমতো নতুন মুখের কথা বলা হলেও পরবর্তীতে সে কথা না রাখার কারনে প্রথমেই বিএনপি এখানে হোচট খেয়েছে। গত সংসদ নির্বাচন থেকে এখানে বিএনপি ত্রি-ধারায় পরিচালিত হচ্ছে। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান। আরেক গ্র“পের নেতৃত্বে রয়েছেন বিএনপির মনোনীত পরাজিত সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এবং আরেকটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও সংস্কারপন্থি নেতা এম.জহির উদ্দিন স্বপন।

সংস্কারপন্থি নেতার সমর্থকদের কোনঠাসা করে ইতোমধ্যে অপর দু’গ্রুপের পক্ষ থেকে উপজেলা ও পৌর যুবদলের পৃথক চারটি কমিটিও গঠন করা হয়েছে। ত্রি-ধা বিভক্তির কারনে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। গত ১৩ জানুয়ারি পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীর চরম পরাজয়ের মধ্য দিয়ে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

সূত্রমতে, পৌর নির্বাচনের তফশিল ঘোষনার পর থেকে পৌর বিএনপির সভাপতি ও আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা এস.এম মনির-উজ জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় বাস্তুহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু, উপজেলা যুবদলের একাংশের আহবায়ক সফিকুল ইসলাম স্বপন শরীফ মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেখানে দলের তৃণমুল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত না নিয়েই তড়িঘড়ি করে সভা করে সংস্কারপন্থি নেতা মোঃ নুরুল ইসলাম নুর আলম হাওলাদারকে দলীয় প্রার্থী হিসেবে প্রথমতো মনোনীত করেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। এ ঘোষনার দু’দিন পরেই আরেকটি সভার মাধ্যমে একই প্রার্থীর নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করেন আকন কুদ্দুসুর রহমান। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সংস্কারপন্থি নেতা নুর আলম হাওলাদারকে দলীয় মনোনয়ন দেয়া হলেও নির্বাচনের শুরু থেকে তার পক্ষে কোন নেতাই মাঠে নামেননি। নির্বাচনের কয়েকদিন আগে মাঠে নামেন আব্দুস সোবাহান।

নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক নেতা-কর্মীরা জানান, সংস্কারপন্থি নেতাকে দলীয় মনোনয়ন দেয়ায় সাধারন নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কারনেই দলীয় মেয়র প্রার্থীর পক্ষে সাধারন নেতা-কর্মীরা প্রচার-প্রচারনা ও গণসংযোগে নামতে অপরাগতা প্রকাশ করেন। দলের হ-য-ব-র-ল অবস্থার কারনেই বিএনপির এ শক্ত ঘাটিতে এবার আওয়ামীলীগ আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও তারা উল্লেখ করেন।