ঐত্যিহাসিক ৭ মার্চ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ঐত্যিহাসিক ৭ মার্চের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মিয়া, সম্পাদক মাসুম বিল্লাহ মানিক, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম মনির, সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া প্রমুখ।