এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ৪ থেকে ৫টি বাস ভাঙচুর করেছে।
জানা যায়, নলছিটির বোয়ালকাঠী এলাকার বাসিন্দা মো. ইউসুফের পুত্র ও দপদপিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রমজান আলী আজ বিকেলে সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় পটুয়াখালী থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস বুড়িরহাট নামক স্থানে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে ওই বাসটিসহ আরো ৪/৫টি বাস ভাঙচুর করেছে।