মুক্তিযোদ্ধা মিহির দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

মিহির লাল দত্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর নিজ বাসভবনে বিভিন্ন কর্মসূচীতে দিবসটি পালন করেছে। নগরীর মাইনুল হাসান সড়কস্থ (আগরপুর রোড) ‘দত্ত ভবনে’ সকাল থেকেই গীতা পাঠ, পূজা অর্চনা ও সংকীর্তনসহ নানা আয়োজনে মৃত্যুবাষির্কী পালিত হয়। প্রসঙ্গত সাংবাদিক মিহির লাল দত্ত মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার পিতা অ্যাড.জিতেন্দ্র লাল দত্ত এবং মেজ ভাই সুবীর দত্ত পান্থ মুক্তিযুদ্ধে শহীদ হন।মিহির দত্ত তৎকালীন নিউজ এজেন্সি (ইউনাইটেড প্রেস অব পাকিস্তান), কলকাতা দৈনিক লোক সেবক এবং দৈনিক সংবাদের বরিশাল প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি নৃত্যু বাফার সন্মানা পুরস্কার পান।তার চারটি উপন্যাসসহ মৌলিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাকিস্থানী আমলে নিজ বাসভবনে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তি করার অপরাধে তিনি বার বার কারারুদ্ধ হয়েছেন।