এমারত হোসেন হাওলাদারকে তদন্তনাধীণ ডাকাতি মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ পৌর এলাকার জোনারদন্দী গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। এমারত হোসেন হাওলাদার পৌরসভা নির্বাচনের বিজয়ী মেয়রপ্রার্থী এনায়েত হোসেনের সেজো ভাই। তবে তাকে জেলা পুলিশ সুপারের নির্দেশে গ্রেফতার করা হয়েছে বলে এলাকায় শোনা যাচ্ছে।
সূত্র জানায়, পৌর নির্বাচনের আগের দিন তাকে ভোটারদের টাকা দেয়ার অভিযোগে পুলিশ আটক করে পরবর্তীতে ছেড়ে দেয়া হয়। তার ছোট ভাই আ’লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করায় এবং আ’লীগ প্রার্থী পরাজীত হওয়ায় তাকে গ্রেফতারের ঘটনা ঘটানো হয়েছে বলে তার পরিবারের অভিযোগ।
কালকিনি থানার সহকারী পরিদর্শক (তদন্ত)জানান, ‘উপজেলার কাজী বাকাই ইউপির পূর্ব মাইঝপাড়া গ্রামে ৪মাস পূর্বে ২টি বাড়িতে ডাকাতি হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে ডিবি পুলিশ আটক করে। মামলায় অন্তর্ভূক্ত করে কোর্টে প্রেরণ এবং ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে’।
থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে অনেক খারাপ অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি করাচ্ছেন। এ ছাড়া আমি আর আপনাদের (সাংবাদিকদের) কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না’।