হরতালের আহবান ২০ হাজার বিনিয়োগকারী

জানিয়েছেন বরিশালের ২০ হাজার বিনিয়োগকারী। তানা হলে আগামী রোববার সকাল সন্ধ্যা হরতালসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুমকী দিয়েছে এখানকার বিনিয়োগকারীরা।

পূঁজিবাজারে স্মরনকালের ভয়াবহ দরপতনের পর বৃহস্পতিবার বরিশালের শ,শ বিনিয়োগকারী রাস্তায় নেমে আসে।নগরীর সদর রোড এলাকায় পুলিশের সাথে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রাখে।এসময় বিনিয়োগকারীরা এমপি তালুকদার মোঃ ইউনুছের গাড়ি ভাংচুরের চেষ্টাও চালিয়েছে।

এদিকে বরিশাল বিনিয়োগকারী ফোরামের যুগ্ন আহবায়ক এইচএম টিপু বলেন, ডিএসই সার্কিট ব্রেকার অতিক্রম করে কিভাবে ৫ মিনিটের মাথায় ৫৯৯ সূচক পড়ে গেল এ বিষয়টি রহস্যজনক। ডিএসই সার্কিট ব্রেকারের চেয়ে বেশি অতিক্রম করলে সার্কিট ব্রেকার বাস্তবায়ন হল কিভাবে। আর বাস্তবায়ন যদি করাই হয় তাহলে ২২৫ পয়েন্টের সার্কিট ব্রেকার অতিক্রম করে কি করে মাত্র ছয় মিনিটের মাথায় সাধারন সূচক ৫৯৯ পয়েন্ট পড়ে যায়। তিনি এ লেনদেন বাতিলের দাবী জানিয়েছেন। বাতিল করা না হলে রোববার থেকে লাগাতার আন্দোলন করা হবে বলে মন্তব্য করেন।