হত্যভাগ্য যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি রাতে উপজেলার বাগধা পশ্চিমপাড় থেকে গাজী-কালুর গান দেখে ফেরার পথে খেয়া নৌকায় নদী (পয়সারহাট নদী) পার হবার সময় নৌকা ডুবিতে বাবু মিয়া (২৮) নিখোঁজ হয়। সে খাজুরিয়া গ্রামের আলী আকবর মিয়ার পুত্র। নিখোঁজ হওয়ার ৬দিন পর গতকাল শনিবার দুপুরে নদীর বাগধা বাজারের দক্ষিণ পার্শ্বে ভাসমান অবস্থায় এলাকাবাসি বাবু মিয়ার লাশ উদ্ধার করে।