গৌরনদী ও কালকিনির দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

মাদারীপুরের কালকিনির উত্তর রমজানপুরের দু’গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ঘন্টাকালব্যাপী হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে উভয় গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় ৫ টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। গৌরনদী ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টরকী বন্দর-সাহেবরামপুর সড়কে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে গৌরনদীগামী বরযাত্রীবাহী একটি মাইক্রো বাসের ধাক্কায় কালকিনির চড়াইর কান্দি বাজারে পাকিং করা রমজানপুর গ্রামের গাজীউল রাঢ়ীর ভাড়ায় চালিত মটর সাইকেল ক্ষতিগ্রস্থ হয়। এতে গাজীউল ক্ষিপ্ত হয়ে মাইক্রোবাসটি আটক করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের কালাম হাওলাদারের নেতৃত্বে তার ১০/১৫ জন সহযোগীরা হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নাসির রাঢ়ী (৪০), ইসাহাক রাঢ়ী (৪২), গাজিউল মুন্সী (৩০), বাদশা খান (২২), আরাফাত হোসেন (২১), রনি আহম্মেদ (২৫), রোমান সরদার (১৭), ইমাত খান (২২), মইনুল ঘরামী (২৪), রিগ্যান (২২), আরাফাত (১৯), রফিক খান (২৫), টুলু খান (৩৪), জব্বার (৪৫), গাজী রাঢ়ী (২৫)সহ কমপক্ষে ২০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালীন কালাম ও তার সহযোগীরা ৫টি মোটরসাইকেল ভাংচুর করে। প্রায় ঘন্টাকালব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে গৌরনদী ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহতদের গৌরনদী ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গতকাল শনিবার বিকেলে নাসির রাঢ়ী বাদি হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছেন।