বিশ্ব ইস্তেমার আখেরী মোনাজাত সরাসরি প্রচার

মুসল্লীরা বিশ্ব ইস্তেমার আখেরী মোনাজাতে অংশ নিয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন মেয়র শওকত হোসেন হিরনের পৃষ্ঠপোষকতায় প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয় এ আখেরী মোনাজাত। এ জন্য নগরীর অশ্বিনী কুমার হলে রবিবার বিশাল পর্দার প্রজেক্টর স্থাপন করা হয়। বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হোসেন বাবলু জানান, বেলা ১১টায় এ সম্প্রচার শুরু করা হয়।

বেসরকারী টিভি চ্যানেল এনটিভি’র সরাসরি সম্প্রচার প্রজেক্টরের মাধ্যমে প্রর্দশন করা হয়। এই সম্প্রচার অশ্বিনী কুমার হলে নিচ তলায় পুরুষ ও দ্বিতীয় তলায় মহিলা মুসুল্লীরা বিশ্ব ইজতেমার বয়ান শোনেন এবং আখেরী মোনাজাতে অংশগ্রহন করেন। তিনি আরো জানান, প্রতি বছর বিশ্ব ইস্তেমায় বরিশাল থেকে হাজার হাজার মুসল্লী অংশ নেয়। অনেক মুসল্লীরা ইচ্ছা থাকলেও তারা যেতে পারে না। এজন্য বিসিসি’র মেয়র শওকত হোসেন হিরন বরিশালে সবার জন্য বিশ্ব ইস্তেমার বয়ান ও আখেরী মোনাজাত সম্প্রচারের ব্যবস্থা করেছেন। ভবিষ্যতে আরো বড় পরিসরে বিশ্ব ইজতেমা সম্প্রচার করা হবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।