রমজানপুরের দু’গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ঘন্টাকালব্যাপী হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে আহত ইসাহাক রাঢ়ীর (৪২) অবস্থা আশংকাজনক। গৌরনদী হাসপাতালের বেডে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অপরদিকে হামলাকারীরা এখনো বীরদর্পে এলাকায় ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে পুলিশ তাদের গ্রেফতার করছেন না বলেও অভিযোগ পাওয়া গেছে। উল্টো হামলাকারীরা এখনো নানাধরনের হুমকি অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গৌরনদীর টরকীরচর ও কালকিনির উত্তর রমজানপুরের দু’গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ঘন্টাকালব্যাপী হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে উভয় গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের নুরুল হক রাঢ়ী ও কালাম হাওলাদারের নেতৃত্বে তাদের ২০/২৫ জন সহযোগীরা হামলা চালিয়ে ৫ টি মোটরসাইকেল ভাংচুর করে। গৌরনদী ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ব্যাপারে গত শনিবার বিকেলে নাসির রাঢ়ী বাদি হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছেন।