রাজশাহীতে বসবে পেঙ্গুইন মেলা

আগামী ২৬ জানুয়ারি বুধবার রাজশাহী মেডিকেল কলেজের লিনাক্স ও ওপেনসোর্স নিয়ে আগ্রহী ছাত্র-ছাত্রী ও সম্মানিত শিক্ষকদের উদ্যোগে ‘পেঙ্গুইন মেলা-২০১১’ শিরোনামে, লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এটি রাজশাহীতে আয়োজিত এ যাবৎকালের সর্ববৃহৎ লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক আয়োজন।

সভায় সার্বিক সহযোগিতা দিচ্ছে লিনাক্স মিন্ট বাংলাদেশ। আয়োজনে থাকছে ওপেনসোর্স আর লিনাক্সের উৎপত্তি আর শুরুর কাহিনী নিয়ে আলোচনা, অভিজ্ঞতার আর আনন্দ-বেদনার কাহিনী, লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোর সিডি/ডিভিডি ও আইএসও বিতরণ, ইন্সট্যান্ট কুইজের পুরস্কার হিসেবে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বৃত্তি প্রদানসহ আরো আয়োজন। লিনাক্স মিন্ট বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠানে লিনাক্স মিন্ট ইন্সটল ও কিছু ডেমো দেখানো হবে এবং অংশগ্রহণকারীদের মাঝে সিডি/ডিভিডি ও আইএসও বিতরণ করা হবে।

এছাড়া থাকবে নবীন ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যার সরাসরি সমাধান ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা। রাজশাহী বিভাগের লিনাক্স ও ওপেনসোর্স নিয়ে আগ্রহী সকল ব্যক্তির আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

 

সংবাদটি যেসব জায়গায় প্রকাশ হয়েছে:

http://www.bhorerkagoj.net/content/2011/01/24/news0643.php