বরিশালে ২৮ ইন্সপেক্টরের পদশূন্য

একজন ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। গত বছরের মাঝামাঝি সময়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত বরিশাল বিভাগের অধিকাংশ থানাই ইন্সপেক্টর নিয়োগ দেয়া সম্ভব হয়নি। তবে বরিশাল মহানগরের চার থানায় এ কোঠা পূরন করা হয়েছে। ডিআইজি অফিস সূত্রে জানা গেছে, প্রয়োজনের তুলনায় ইন্সপেক্টর পাওয়া যায়নি। যাদের পাওয়া গেছে তাদের তালিকা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। ইতোমধ্যে তালিকা অনুযায়ী ইন্সপেক্টরদের থানায় নিয়োগ দেয়া হয়েছে। বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার মোঃ সালেহ উদ্দিন বলেন, মহানগরের কোতয়ালী মডেল, কাউনিয়া, এয়ারপোর্ট ও বন্দর থানার ওসি ছাড়াও একজন করে ইন্সপেক্টর নিয়োগ দেয়া হয়েছে। অতিরিক্ত একজন করে ইন্সপেক্টর নিয়োগের কারনে থানার ওসির কাজের পরিধি কমেছে ও মামলার তদন্তে ভুলত্রটিও কমে গেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, ইন্সপেক্টর সংকটের কারনে এখনো অনেক থানায় দেয়া হয়নি। যত দ্রুত সম্ভব এই সংকট কেটে যাবে।

সূত্র মতে, বরিশাল জেলায় থানা রয়েছে ৯টি। থানাগুলো হলো-গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ। পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য বলেন, বাকেরগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া থানায় ইতোমধ্যে একজন করে ইন্সপেক্টর নিয়োগ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি থানার ইন্সপেক্টর নিয়োগ দেয়া হবে। ঝালকাঠী জেলায় থানা রয়েছে সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া থানা। এরমধ্যে সদর থানার  ইন্সপেক্টর রয়েছে। পুলিশ সুপার মোঃ সামসুদ্দিন বলেন, নতুন যারা ইন্সপেক্টর পদোন্নতি পেয়েছেন তাদের পেলে বাকি থানায় নিয়োগ দেয়া হবে।

ভোলা জেলায় থানা রয়েছে ৭টি। এরমধ্যে ভোলা সদর থানায় অতিরিক্ত একজন ইন্সপেক্টর নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ দেয়া সম্ভব হয়নি দৌলতখান, তজুমদ্দিন, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা থানায়। পুলিশ সুপার বশির আহমেদ বলেন, পর্যাপ্ত ইন্সপেক্টর না থাকায় মাত্র একটি থানায় ইন্সপেক্টর নিয়োগ দেয়া হয়েছে। পটুয়াখালী জেলায় ৮ থানার মধ্যে সদর, কলাপাড়া, গলাচিপা ও বাউফল থানায় একজন করে অতিরিক্ত ইন্সপেক্টর দেয়া হয়েছে। দশমিনা, দুমকি, রাঙ্গাবালি ও মির্জাগঞ্জ থানায় ইন্সপেক্টর দেয়া হয়নি। পুলিশ সুপার মোঃ আজাদ মিয়া বলেন, লোকবল সমস্যার কারনে ইন্সপেক্টর দেয়া সম্ভব হয়নি। নতুন করে এলে দেয়া হবে। পিরোজপুর জেলার মধ্যে সদর, নেছারাবাদ ও কাউখালী থানায় অতিরিক্ত ইন্সপেক্টর রয়েছে। এ জেলার ভান্ডারিয়া, নাজিরপুর, জিয়ানগর ও মঠবাড়িয়া থানায় এখনো ইন্সপেক্টর দেয়া হয়নি। পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বলেন একই কথা। সংকটের কারনে দেয়া হয়নি। বরগুনার ৬ থানার মধ্যে একমাত্র সদর থানায় ইন্সপেক্টর রয়েছে। বাকি আমতলী, পাথরঘাটা, বেতাগী, বামনা ও তালতলী থানায় ইন্সপেক্টর নেই। পুলিশ সুপার মোঃ মাহবুব হাকিম বলেন, পরীক্ষামূলকভাবে  অতিরিক্ত ইন্সপেক্টর দেয়া হয়েছে। এজন্য সাময়িক সংকট রয়েছে। আস্তে আস্তে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

নতুন একজন করে ইন্সপেক্টর নিয়োগ দেয়া সম্পর্কে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মেজবাহউদ্দিন বলেন, ফৌজদারী আইন অনুযায়ী  নয়। সরকারি বিধি অনুযায়ী ইন্সপেক্টর দেয়া হয়েছে। এতে সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ডাঃ জুলফিকার মোহাম্মদ গাজ্জালী বলেন, ইন্সপেক্টর নিয়োগ সরকারি সিদ্ধান্ত এটা মেনে নিতেই হবে। তবে সুবিধা অসুবিধা সম্পর্কে তিনি কোন মন্তব্য করেননি।