অগ্রণী ভূমিকা পালন করতে হবে
….আবুল হাসানাত আব্দুল্লাহ
কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে দলের তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের নিজস্বার্থকে জলাঞ্জলি দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গ্রামের খেটে খাওয়া দিনমজুর মেহেনতি মানুষের সুখ-দুঃখের অংশিদার হতে হবে। গতকাল সোমবার বিকেলে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ এসব কথা বলেন। খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহ আলম খান, ভাইসচেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, মতলেব মাতুব্বর, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া প্রমুখ।