কালকিনিতে বিদ্যুৎ সংযোগের নামে প্রতারণা!

দেয়ার নামকরে এক যুবক টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মাদারীপুর পল্লি বিদ্যুৎ সমিতির মস্তফাপুর অফিসের লোক পরিচয় দিয়ে সিরাজুল নামের এক যুবক উপজেলার এনায়েতনগর ইউপির মৌলভীকান্দি গ্রামে গত শনিবার বিকালে ইউনুস সরদারের স্ত্রী চায়ানা বেগমের কাছ থেকে ৩হাজার টাকা, রুবেল সরদারের কাছ থেকে ২হাজার টাকা ও আরজু ঘরামীর কাছ থেকে ১ হাজার টাকা নেয়। বাড়ির পাশে ব্লকের জন্য শীগ্রই বিদ্যুৎ আসবে টাকা দিলে সংযোগ দেয়া হবে এবং নতুন লাইন পাশ হয়েছে  টাকা দিলেই বিদ্যুতের খাম্বা বাড়ি প্রর্যন্ত দেয়া হবে বলে সে এই টাকা নেয়। রুবেল সরদার বলেন, ‘০১৮৩১৭২২৫৯৮ মোবাইল নাম্বার দিয়ে গেছে এবং বলেছে সকাল ৮টার আগে ফোন করতে । কারন সে  ৮টার পরে অফিস থেকে বের হয়ে যায়। এখন তার এই ফোন নাম্বারে ফোন করলে বন্ধ পাওয়া যাচ্ছে’। সিরাজুল নামের কেউ পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরীরত নেই বলে খোঁজ নিয়ে জানা গেছে।