শত বছরের পুরনো মন্দিরের কাজ বন্ধ করেছে এক প্রভাশালী

সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। এ নিয়ে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ওই এলাকার শতাধিক ব্যক্তি ওই প্রভাবশালীর হাত থেকে মন্দির রক্ষার জন্য স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।

জানা গেছে, বাহাদুরপুর বাজারে শত বছরের পুরনো সার্বজনীন কালী মন্দিরে ওই এলাকার হিন্দু ধর্মাবোলম্বীরা পূজা-অর্চনা করে আসছে। মন্দিরটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় ঝুঁকির মধ্যে পূজারীরা পূজা-অর্চনা করতেন। এলাকাবাসির সহযোগিতায় মন্দির কমিটির নেতৃবৃন্দরা অতিসম্প্রতি মন্দিরের সংস্কার কাজ শুরু করেন। কাজ শুরু করার পর পরই স্থানীয় প্রভাবশালী বিমল চন্দ্র হালদার শত বছরের পুরনো মন্দিরের সম্পত্তির মালিকানা দাবি করে সংস্কার কাজ বন্ধ করে দেন। সেই থেকে অধ্যবর্ধি মন্দির সংস্কারের কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়রা একাধিকবার সালিশ বৈঠকের আয়োজন করেন। প্রভাবশালী বিমল সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো মন্দির কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করছে। উপায়অন্তুর না পেয়ে মন্দির কমিটির সভাপতি উপেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ ও বাহাদুরপুর গ্রামের প্রায় শতাধিক ব্যক্তি শত বছরের পুরনো কালী মন্দিরটি প্রভাবশালীর হাত থেকে রক্ষার জন্য গতকাল শুক্রবার আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসিসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।