এ কেমন শিক্ষক – শিক্ষক না ভক্ষক?

পাচঁদিন পুর্বে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন এক কলেজ শিক্ষক। এসময় আল আমিন উচ্চস্বরে সালাম দেয়। এতে স্কুল শিক্ষক শক্তি বিশ্বাস ক্ষেপে যায়। পরে কলেজ শিক্ষক চলে যাবার পর আল আমিনকে শিক্ষক তার কক্ষে ডেকে নেয়। এসময় আল আমিন শিক্ষক শক্তি বিশ্বাসকে জানায় সে অসুস্থ এবং উচ্চস্বরে সালাম দেয়ার জন্য ক্ষমা চায়। এতে শিক্ষক শক্তি বিশ্বাসের মন গলেনি। সে বেত দিয়ে আল আমিনকে বেধরক ভাবে মারধর করে। স্কুল ছুটি হবার পর বাসায় গিয়ে আল আমিন অসুস্থ হয়ে পড়ে। তখন আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে তার অভিভাবকরা। সেখানে তার অবস্থার উন্নতি না হলে গত শনিবার বরিশাল শোবিচম হাশপাতালে পাঠায় কর্তব্যরত ডাক্তাররা। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি কৌশলে প্রধান শিক্ষক ধামা চাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল আল আমিনের পিতা স্কুলে এসেছিল তার সন্তানের অপরাধ জানতে কিন্তু শিক্ষকরা জানায় তেমন কিছুই হয়নি।