কালকিনির এক পোষ্ট মাষ্টারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ

তার বিরুদ্ধে সরকারী নিয়মকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রভাব খাটানোরও অভিযোগ রয়েছে।

ভূক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা পোষ্ট অফিসে দেলোয়ার হোসেন পোষ্ট মাষ্টার হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্ন সেবার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে থাকেন। পোষ্ট অফিসে বিভিন্ন মেয়াদী হিসাব খোলার জন্য (টাকা জমা রাখা), জমাকৃত টাকার মুনাফা পরিশোধের সময়, সঞ্চয়পত্র বিক্রি ও মুনাফাদানের সময় এবং পোষ্টাল অর্ডার বিক্রিতে অতিরিক্তি টাকা নিয়ে থাকেন। টাকা না দিলে তিনি কোনো কাজই করেন না বলে একাধিক গ্রাহক জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার এক গ্রাহক বলেন, ‘টাকা না দিলে তিনি বিভিন্ন নিয়ম-কানুনের দোহাই দিয়ে অনেক দিন ঘুরাতে থাকেন। তাই কিছু টাকা দিয়ে দিলেই সব ঠিক হয়ে যায়। তাছাড়া টাকা দেয়ার সময় অনেকবারই রশিদের সাথে মিল থাকে না’। এ সকল অনিয়মের ব্যাপারে এক কর্মকর্তা বলেন, ‘যে দূর্ণীতি হয় তা অল্প অল্প টাকার কারনে কেউ উপরে অভিযোগ দেয় না। এ কারনেই তিনিও থেকে যান ধরা-ছোয়ার বাইরে’।

জানা যায়, পোষ্ট মাষ্টারের বাসা মাদারীপুর জেলা সদরে হওয়ায় তিনি সরকারী নিয়ম ভঙ্গ করে প্রায়ই ১২টার পরে পোষ্ট অফিসে আসেন। এ নিয়ে অন্যান্য কর্মকর্তাদের সাথে তার একাধিকবার বাক-বিতান্ডা হলেও তিনি ক্ষমতার দাপটে এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

অভিযোগের ব্যাপারে উপজেলা পোষ্ট মাষ্টার দেলোয়ার হোসেন বলেন, ‘কোনো সেবার বিনিময়ে আমি অতিরিক্ত টাকা নেই না। তবে কেউ যদি কোনো সেবা পেয়ে খুশি হয়ে আমাকে টাকা দেয় তা নেই। আর মাদারীপুরে টাকা আনতে গেলে মাঝেমাঝে অফিসে আসতে বিলম্ব হয়’।