স্বামীর অধিকার ফিরে পেতে….!

অসহায় গৃহবধূ ইয়াসমিন বেগম (২৫)। এ ব্যাপারে অসহায় ওই গৃহবধূ মামলা দায়ের করে এখন বিপাকে পরেছেন। স্বামীর নিকট আত্মীয়রা মামলা উত্তোলনের জন্য ইয়াসমিনকে নানা ধরনের ভয়ভিতীসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করেছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের।

অসহায় ইয়াসমিন বেগমের দেয়া অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত আক্কাস সরদারের প্রবাসী পুত্র মাহবুব সরদার ২০০৪ সালে নারায়নগঞ্জ বন্দর এলাকার ইউনুস আলী মিয়ার কন্যা ইয়াসমিনকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পরবর্তী সময়ে মাহবুব ও তার পরিবারের লোকজনে কারনে অকারনে ইয়াসমিনকে শারিরিক নির্যাতন শুরু করে। সম্প্রতি নির্যাতনের একপর্যায়ে ইয়াসমিনকে তার বাবার বাড়িতে তাড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় অসহায় ইয়াসমিন এলাকার সমাজপতিতের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুফল পাননি। এরই মধ্যে অতিসম্প্রতি মাহবুব একই উপজেলার উত্তর চাঁত্রিশিরা গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। উপায়অন্তুর না পেয়ে অসহায় ইয়াসমিন স্বামীর অধিকার ফিরে পেতে নারায়নগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে মাহবুব এখন কারাভোগ করছেন। এদিকে মামলা উত্তোলনের জন্য মাহবুবের নিকট আত্মীয়রা ইয়াসমিনকে নানা ধরনের ভয়ভিতীসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। স্বামীর অধিকার ফিরে পেতে অসহায় ইয়াসমিন বেগম প্রসাশনের উর্ধ্বতন  কর্মকর্তা ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের আষু হস্তক্ষেপ কামনা করেছেন।