বইমেলায় ‘পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতি’

রচনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতি’ শীর্ষক গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ। বইটি প্রকাশ করেছে ঢাকার প্রান্ত প্রকাশন। বইটিতে পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতির নিজস্ব ঐতিহ্যমন্ডিত জীবন-যাপন, কৃষ্টি-সংস্কৃতি, ভাষা, পোষাক-পরিচ্ছদ, অলংকার, বিবাহ, ধর্ম, পূজা-পার্বণ, খাদ্যাভ্যস ও প্রথাগত সামাজিক নানা বিষয়াদির বৈচিত্র্যপূর্ণ ও গবেষণালব্ধ রচনা সহজবোধ্য প্রাঞ্জল ভাষায় বিভিন্ন রেফারেন্স সহকারে তুলে ধরা হয়েছে। এছাড়াও রয়েছে পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনীর সন্ত্রাসের বিরুদ্ধে ১৯৮৫ সাল পরবর্তী মুরুং বাহিনীর সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের অজানা কাহিনী। সবুজ প্রচ্ছদের ওপর মুরুং জীবনপ্রণালীর ৬টি ছবি সম্বলিত ১২০ পৃষ্ঠায় ছাপা হয়েছে বইটি। প্রন্ত প্র্রকাশনীর স্বত্ত্বাধিকারী মো. আমিনুর রহরমান (আমিন) জানান, বাংলা একাডেমীর বইমেলায় স্টল নং- ৮৬ তে বইটি বিক্রি হচ্ছে। একুশে বইমেলার ৩য় দিনে বইটি প্রকাশিত হয়েছে। বইটি ইতোমধ্যে পাঠকদের নজর কাড়তে শুরু করেছে।
প্রেস বিজ্ঞপ্তি।