রাজাপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ২ জন গ্রেফতার

ও ধর্ষনের  ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- ঝন্টু হোসেন আকন (২৭) ও সিদ্দিকুর রহমান আকন (২৮)। এরা উভয়ই রাজাপুরের কানুদাসকাঠি গ্রামের বাসিন্দা। তবে ধর্ষক বাবুল আকন (২৬) পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সে একই গ্রামের ছোমেদ আকনের পুত্র। বাবুল ঝালকাঠি-২ আসনের ক্ষমতাসীন দলের সাংসদ বিএইচ হারুনের চাচাতো ভাইয়ের ছেলে। এ ঘটনায় ছাত্রীর পিতা রাজাপুর থানায় মামলা করেছে। মামলা নং-০৩। রোববার সকালে মাদ্রাসা ছাত্রীকে অপহরনের পর ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ তারা বুনিয়া মোয়াজ্জেম আহম্মেদ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী রোববার সকালে অপহৃত হয়। অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মাদ্রাসায় যাওয়ার পথে বাবুল ও তার দুই সহযোগী ঝন্টু হোসেন আকন এবং সিদ্দিকুর রহমান আকন অপহরন করে। পরে ছাত্রীকে পিরোপুর জেলায় একটি ফার্মে নিয়ে ধর্ষণ করা হয়। সেখান থেকে সোমবার ভান্ডারিয়া উপজেলার চরখালী ফেরীঘাট এলাকায় নিয়ে এলে সেখানে থাকা ইন্দুরকানি পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে দুই জনকে আটক করে। তবে পালিয়ে যায় বাবুল। এ সময় ছাত্রীটি পুলিশের কাছে ঘটনা প্রকাশ করলে সোমবার বিকেলে সকলকে রাজাপুর থানায় সোর্পদ করে। ছাত্রীর পিতা মোঃ মনসুর আলী খান জানিয়েছেন, প্রধান আসামী স্থানীয় সাংসদের নিকট আত্মীয় । তিনি ধর্ষকসহ আসামীদের দৃষ্টান্তমূলক বিচা দাবী করেছে। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএ খালেক বলেন, রাতে ছাত্রীর পিতা  মোঃ মনসুর আলী বাদী হয়ে তিনজনকে আসামী করে অভিযোগ দেয়। অভিযোগ এজাহার হিসেবে গ্রহন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত  কিছু বলা যাচ্ছে না । ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।