গৌরনদী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ॥ ভাংচুর ॥ অধ্যক্ষকে অবরুদ্ধ

ভাংচুর ও ঘন্টাকালব্যাপী অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছে সরকারী গৌরনদী কলেজের শিক্ষার্থীরা। পরবর্তীতে ছাত্রলীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।

Govt. Gournadi Collegeবিক্ষুব্দ শিক্ষার্থীরা জানান, কলেজের শিক্ষকরা নিয়ম বর্হিভুত ভাবে ক্লাশ না করে তাদের ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত থাকেন। ফলে দীর্ঘদিন থেকে সপ্তাহে দু’দিনও ঠিক ভাবে ক্লাশ হচ্ছে না। একাধিবার এর প্রতিকার চেয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষর কাছে জানানো সত্বেও কোন সুফল মেলেনি। উপায়অন্তুর না পেয়ে গতকাল বুধবার বেলা এগারোটার দিকে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে কলেজের দরজা, জানালা ও আসাববাপত্র ভাংচুর করে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদকে তার কক্ষে প্রায় একঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় অনুষ্ঠিত এক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থী বাবু হোসেন, ইমরান মিয়া, জয় বাড়ৈ, বেল্লাল হোসেন, উজ্জল, সুমন আহম্মেদ, রাসেল হোসেন প্রমুখ। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ ও সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়াসহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের শান্ত করে অধ্যক্ষকে অবরুদ্ধর হাত থেকে মুক্ত করেন।

এ ব্যাপারে সরকারী গৌরনদী কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষক কর্তৃক ক্লাশ ফাঁকির অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজে সর্বমোট ৫৫ জন শিক্ষকের চাহিদা থাকলেও সেখানে রয়েছে মাত্র ১৯ জন শিক্ষক। অন্যান্য পদগুলো দীর্ঘদিন থেকেই শূণ্য রয়েছে। যে কারনেই কলেজে শিক্ষক সংকট দেখা দেয়ায় সব ক্লাশ নেয়া সম্ভব হচ্ছেনা। শিক্ষক সংকটের বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।