ঘর ভাড়া নিয়ে লীগের অফিস অত:পর বিক্রি…

ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতারা ভাড়া নেওয়া অফিস ঘর সহ জমি , ঘর মালিকের অজ্ঞাতে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। Awamilig Crimeএ ঘটনায় উজিরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। উজিরপুর থানার উপপরিদর্শক শামীম শেখ ঘটনা স্থল পরিদর্শন করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। ঐ জমির মুল মালিক রিপন শিকদার ও দোলোয়ার শিকদারের নিকট থেকে স্থানীয় আ’লীগ নেতা আঃ সত্তার মৃধা ও মহিউদ্দিন হাওলাদার ঘর ভাড়া নিয়ে বরাকোঠা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিস ও বিকে কল্যান কেন্দ্র নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করে তার কার্যক্রম চালিয়ে আসছিল। হঠাৎ করে ঐ নেতারা ঘর ও জমির মালিক রিপন ও দেলোয়ার ভ্রাতৃদ্বয়ের বিনা অনুমতিতে বা তাদের অজ্ঞাতে জমি ও ঘর পাশ্ববর্তী সারের ডিলার নুরুল আমিন ও জহিরের কাছে বিক্রি করে দেয়। ক্রেতারা হঠাৎ করে কাউকে কিছু না বলে ৭ ফেব্র“য়ারী থেকে আ’লীগের অফিস ঘরের স্থাপনা উচ্ছেদ করে ও শেরে বাংলা খাল দখল করে রড সিমেন্টের ঢালাই দিয়ে পাকা স্থাপনা নির্মান শুরু করলে জমির মালিক সহ স্থানীয়রা বাধা দেয় । এর পরে আওয়ামীলীগ নেতাদের দখল ও বিক্রয় বানিজ্যের নোংরা রুপ প্রকাশ পায়। এঘটানার সাথে সাথে জমির রিপন শিকদার থানায় লিখিত অভিযোগ দাখিল করে । এ ব্যাপারে স্থানীয় সাংসদ মনিরুল ইসলাম মনির কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম জামাল হোসেন বলেন স্থানীয় ঐ আওয়ামীলীগের নেতারা অন্যায় ভাবে ঐ জমি বিক্রি করেছেন।