শাহ আলমের স্ত্রী সালমা তার ২ শিশু পুত্র সালমান (১০) ও শাহরিয়ার (৩) কে নিয়ে ব্যাংকে রাখা ২লক্ষ ৪০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ন অলংকার সহ অজানার উদ্দেশ্যে পারি জমিয়েছে বলে এলাকায় চাউর হয়েছে। শাহ আলম ও তার স্ত্রী শিশু সন্তানদের সম্ভব্য সকল স্থানে খূজেঁ না পেয়ে বিমান বন্দর থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহার ও প্রবাসী শাহ আলমের অভিযোগে জানা যায় ১৬ বছর আগে উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের সেকেন্দার ফকিরের মেয়ে সালমাকে বিয়ে করে বাবুগঞ্জের দোয়ারিকা গ্রামের শাহ আলম । বিবাহের পরে তারা ২পুত্র সন্তান জন্ম দেয়। গত ৫ বছর যাবত শাহ আলম সিঙ্গাপুর প্রবাসী হয়। সিঙ্গাপুর থেকে তার স্ত্রী সালমার ব্যাংক একাউন্টে মোট ৬ লক্ষ টাকা পাঠায়। ৫ বছর পরে গত ডিসেম্বরে শাহ আলম দেশে আসলে স্ত্রী সালমা টাকা পয়সার কোন হিসাব দিতে না পারায় তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয় । এতে করে সালমা তার নামে ব্যাংকে থাকা ২ লক্ষ ৪০ হাজার টাকা ১০ ভরি স্বর্ণালংকার ও ২ শিশু পুত্র নিয়ে ৫ফেব্রয়ারী কাউকে কিছু না বলে অজানার উদ্দেশ্যে ভাগলপুরে পারি জমিয়েছে। এঘটনায় শাহ আলম স্ত্রী ও পুত্র শোকে কাতর হয়ে বিভিন্ন স্থানে তাদেরকে খুজে ফিরছে।