প্রাইভেট ক্লিনিকে ভর্তি না করায় অপারেশন নিয়ে তালবাহানা

বিভাগীর প্রধান ডাঃ নজরুল ইসলাম গৌরনদীর এক রোগীর অপারেশন নিয়ে নানা তালবাহানা শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Clinicগৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের ব্যবসায়ী মাজহারুল ইসলাম হাওলাদার জানান, তার পিতা ওহাব আলী হাওলাদারের হারর্নিয়া (অন্ডকোষে টিউমার) দেখা দিলে চিকিৎসার জন্য গত ৩১ জানুয়ারি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নজরুল ইসলামের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি (চিকিৎসক) বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর অপারেশনের জন্য ২০ হাজার টাকা চুক্তিতে তার মনোনীত নগরীর সেবা ক্লিনিকে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু তার পরিবারের লোকজন প্রাইভেট ক্লিনিকে ভর্তি না করে গত ৮ ফেব্র“য়ারি ওহাব আলীকে ভর্তি করেন বরিশাল শেবাচিম হাসপাতালে। সেখানে রোগীর চিকিৎসার দায়িত্ব পরে ডাঃ নজরুল ইসলামের ওপর। নজরুল ইসলামের মনোনীত ক্লিনিকে ভর্তি না হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি (নজরুল ইসলাম) অপারেশন নিয়ে নানা তালবাহানা শুরু করেন। উপায়অন্তুর না পেয়ে গতকাল বৃহস্পতিবার শেবাচিম হাসপাতাল থেকে ওহাব আলীকে নগরীর অপর একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালে সব ধরনের রোগের উন্নত চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু সরকারী হাসপাতালের অধিকাংশ চিকিৎসকেরাই হাসপাতালে চিকিৎসা না করে তাদের মনোনীত প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে সাধারন রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। ফলে সর্বশান্ত হচ্ছেন গরীব রোগীরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভূক্তভোগীরা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।