বাকেরগঞ্জে বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল

হিজবুল্লাহর উদ্যোগে ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে আমীরে হিযব্ল্লুাহ ছারছীনার পীর ছাহেব কেবলা আলহাজ্ব্ হযরত মাওলানা শাহ্ মোঃ মোহেব্বুল্লাহ বলেন,শেষ জমানায় ঈমান রাখা কঠিন। সুতরাং ইসলামে পরিপূর্নভাবে দাখিল হওয়ার জন্য সুন্নতের এত্তেবা করতে হবে। সীরাত-সুরাত, লেবাছ-পোষাক, তাহজীব-তামাদ্দুন সকল ক্ষেত্রে উম্মত হবে নবীর নমুনায়। বাস্তবে সুন্নতের এত্তেবা করার জন্য হক্কানী আলেমেদের অনুসরন করতে হবে। কিছু আলেম আছে যারা কিছু অংশ মানে আর কিছু অংশ মানেনা, তাদের অনুসরনে মুক্তির পথ পাওয়া যাবেনা। ইসলামে মুক্তির পথ পেতে হলে সত্যিকার সুন্নতের অনুসারী হক্কানী আলেমদের অনুসরন করতে হবে। মাহফিলে অন্যদের মধ্যে গুরুত্বপূর্ণ ওয়াজ নছিহত করেন হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর সিনিযর নায়েবে আমীর শাহ্ আবু নছর নেছারুদ্দী আহমদ হুসাইন, বরিশাল জেলা জমিয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মীর্জা নূরুর রহমান বেগ, মাওলানা রুহুল আমীন ছালেহী, হযরত মাওলানা মোস্তফা হামেদী প্রমুখ।