দুপুরে গ্রেফতার করেছে বরিশালের উজিরপুর থানা পুলিশ। সংঘবদ্ধ ওই চক্রটি দেশের বিভিন্নস্থান থেকে গাড়ি চুরি করে থানার পূর্ব ধামসর গ্রামের মিজানুর রহমান মন্টুর বাড়িতে এসে রং পাল্টিয়ে অন্যত্র বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো চ-৫১-৭১৩৯) নাম্বারের একটি মাইক্রোবাস উদ্ধারসহ চক্রের তিন সদস্যকে আটক করলেও অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
উজিরপুর থানার এ.এস.আই সহিদুল ইসলাম সহিদ জানান, শনিবার দুপুরে দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি একদল পুলিশ নিয়ে পূর্ব ধামসর গ্রামের মিজানুর রহমান মন্টুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে একটি মাইক্রোবাসসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য নেত্রকোনার হালুয়াঘাটের তাজু মিয়ার পুত্র জাকির খান (৩০), আলফাডাঙ্গার আইয়ুব আলী মোল্লার পুত্র বাবুল মোল্লা (৩৪) ও লোহাগড়ার দিঘলিয়া গ্রামের গোলাম রসুল মোল্লার পুত্র তৌহিদুল ইসলাম মোল্লাকে (৩০) গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা মিজানুর রহমান মন্টুসহ অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।