গত শনিবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে সরদার হারুন রানার সভাপতিত্বে সাংবাদিকদের অভ্যন্তরীন কোন্দলভূলে ঐক্যমতের ভিত্তিতে আগৈলঝাড়া প্রেসক্লাবের ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটির সভাপতি সরদার হারুন রানা (বাংলা বাজার), সহ-সভাপতি মাহাবুবুল ইসলাম (মতবাদ), সেলিম
রেজা (ভোরের অঙ্গীকার), সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (যুগান্তর), যুগ্মসম্পাদক অপূর্ব লাল সরকার (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ সাইদুর রহমান স্বপন (যায়যায়দিন), তথ্য ও প্রচার সম্পাদক ওমর আলী সানি (আমার দেশ), দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (বাংলাদেশ সময়), সদস্য-তপন বসু (ডেসটিনি), কে.এম আজাদ রহমান (সমকাল), ফেরদৌস মোল্লা বাবু (ভোরের কাগজ), প্রবীর বিশ্বাস ননী (ভোরের ডাক) ও সহযোগী সদস্য শামিমুল ইসলাম (সংগ্রাম)। উল্লেখ্য, আগৈলঝাড়ায় কর্মরত সাংবাদিকদের বড় একটি অংশ প্রেসক্লাব থেকে দূরত্বে থাকলেও দীর্ঘদিন পর তারা ঐক্যমতের ভিত্তিতে ২০১১ সালের একবছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করেছে। প্রতিবছর ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।