কুপিয়ে আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। মোবাইল ফোনে প্রয়োজনীয় কথা বলার জন্য ডেকে এনে সন্ত্রাসী মনির সরদার ও তার সহযোগীরা বাবু সরদার ও তার চাচা রফিক সরদারকে কুপিয়ে জখম করে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে দাসেরহাট নামক স্থানে। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতরা জানায়, পূর্ব শত্রুতার জেরধরেই সন্ত্রাসী মনির ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালিয়েছে।