বরিশালে বিআরটিসি বন্ধের দাবিতে সড়ক অবরোধ

দুপুরে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে। এসময় যাত্রী সাধারনের চরম দূর্ভোগ পোহাতে হয়।

জানা গেছে, বরিশালের বেশ কয়েকটি অভ্যন্তরীন রুটে বিআরটিসি বাস চলাচল করে আসছে। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে এখানকার বিআরটিসির চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিলো। তাদের অভিযোগ বরিশাল থেকে অভ্যন্তরীন যে সকল রুটে বিআরটিসি চলাচল করছে তারা যত্রতত্র যাত্রী উঠা নামানো করছে। বিষয়টি জেলা প্রশাসন ও বিআরটিসি কর্তৃপক্ষকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।

বরিশাল ডিপো ম্যানেজার আবদুর রহিম বলেন, বিআরটিসি সরকারী পরিবহন। এটা সরকারের নিয়ম মেনেই চলাচল করছে। কে কি বললো তাতে কিছু আসে যায়না। বিআরটিসি সার্ভিস নিয়মানুযায়ীই চলবে। যত্রতত্র যাত্রী নামা ও উঠানোর অভিযোগটি সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন। মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহীন বলেন, বিআরটিসি চলাচল করায় আমাদের মালিকানা পরিবহন লোকসানের মুখে পড়েছে। এজন্য বিআরটিসি বন্ধের দাবি জানাচ্ছি। এদিকে একাধিক যাত্রীদের ভাষ্য বিআরটিসির সার্ভিসে যাত্রীরা সন্তুষ্ট। বিআরটিসি সার্ভিস বন্ধের ষড়যন্ত্র প্রতিহত করা উচিৎ বলে মনে করেন যাত্রীরা।