শেবাচিম হাসপাতালে সি-অর্থো ডিজিটাল মেশিন

চিকিৎসার জন্য সি-অর্থো ডিজিটাল মেশিন স্থাপন করা হচ্ছে। এ মেশিন স্থাপন করা হলে হাড় ভাঙ্গা রোগীদের এক্সরে ছাড়াই ডিজিটাল মনিটরের মাধ্যমে ভাঙ্গা স্থানের অবস্থান ও পরিস্থিতি দেখে চিকিৎসকরা চিকিৎসা দিতে পারবেন।

সংশ্লি¬ষ্ট সূত্রে জানা গেছে, এ বছরের মধ্যেই মেশিনটি স্থাপন করা হবে। সি-অর্থো ডিজিটাল মেশিন স্থাপনে ব্যায় হবে প্রায় ৪০ লক্ষ টাকা। এরইমধ্যে দেশের বেশ কয়েকটি সরকারী হাসপাতালে এ মেশিন স্থাপন করা হয়েছে। সি-অর্থো ডিজিটাল মেশিন স্থাপনসহ বেশ কয়েকটি অতিব জরুরী যন্ত্রাংশ ক্রয়ের জন্য গত ৯ জানুয়ারি দেড় কোটি টাকার দরপত্র আহবানের কাজ শেষ হয়েছে। ৯টি ঠিকাদারী প্রতিষ্ঠান এতে অংশগ্রহন করেছে। বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলোর কাগজপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে।