সংগঠনের উদ্যোগে বুধবার রাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগ কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান শাহ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন, এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ।
উল্লেখ্য, আগামি ২২ ফেব্রয়ারি প্রধানমন্ত্রী বরিশালে আসছেন। ওইদিন তিনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু, বরিশাল শিক্ষা বোর্ড ভবন উদ্বোধন ও বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীতে তিনি বরিশালের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দিবেন।