৬ মাসের বকেয়া বেতন, জ্বালানী ও বিদ্যুৎ বিল বকেয়াসহ প্রায় ৮০ লক্ষ টাকার দেনা নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহন করছেন বরিশালের গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি দলীয় বিদায়ী পৌর মেয়র মোঃ নুরুল ইসলাম ওরফে নুর আলম হাওলাদারের সময় (নির্বাচনের পূর্ব মুহুর্ত) থেকে গত পাঁচ মাস পর্যন্ত পৌরসভার ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীদের ৩২ লক্ষ ২৯ হাজার ৮’শ টাকার বেতন ভাতা বন্ধ রয়েছে। এছাড়াও সাবেক মেয়র ও কাউন্সিলরদের ছয় মাসে ৪০ লক্ষ ৬৫ হাজার ৫’শ টাকার বেতন বকেয়া। বিদ্যু বিল ৫ লক্ষ, জ্বালানি বিল ২ লক্ষ টাকা বকেয়াসহ পৌরসভায় সর্বমোট ৭৯ লক্ষ ৯৫ হাজার ৩’শ টাকা দেনা রয়েছে। সূত্রমতে, বেতন-ভাতা, জ্বালানী ও বিদ্যুৎ খাতে দেনা দেখালেও পৌরসভার বিভিন্নখাতে রয়েছে বিশাল পুকুর চুরি। ফলে বিগত দিনে প্রথম শ্রেনীর এ পৌরসভায় প্রতিমাসে আয় হওয়া সত্বেও রহস্যজনক কারনে তহবিলে টাকা শূণ্যতার অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ৫ মাস পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ করে দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পৌর কর্মকর্তা-কর্মচারীরা জানান, দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে পৌরসভায় কর্মরত অধিকাংশরাই মানবেতর জীবন যাপন করলেও এক কর্মকর্তা পৌরসভার মধ্যে বসেই প্রতিদিন দুই লিটার করে দুগ্ধপান করছেন। বিষয়টি নিয়ে পৌরসভার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও ওই কর্মকর্তার বিরুদ্ধে কেহ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। পৌরসভার সচেতন নাগরিকরা জানিয়েছেন, পৌরসভার পুকুর চুরি ও প্রায় ৮০ লক্ষ টাকার বকেয়া বিল পরিশোধসহ পৌর নাগরিকদের মৌলিক চাহিদা পূরনে নবনির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমান হারিছকে প্রথমার্ধে অসংখ্য ঝঁকি ঝামেলা পোহাতে হবে।
এ ব্যাপারে নবনির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমান হারিছের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মেয়র নয়-আমি শুধু পৌরবাসীর একজন খাদেম মাত্র। পৌরবাসীকে সাথে নিয়েই সকল ঝঁকি ঝামেলার সমাধান করা হবে। সাবেক মন্ত্রী ও কৃষককুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের স্বপ্নের গৌরনদী পৌরসভাকে দক্ষিণাঞ্চলের মধ্যে একমাত্র “ডিজিটাল পৌরসভা” গঠনের লক্ষ্যে তিনি পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেন।
গণসংবর্ধনা-গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় পৌরসভা চত্বরে গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহন এবং সংবর্ধনা অনুষ্ঠান গণসংবর্ধনায় পরিনত হয়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান। প্রধান বক্তা ছিলেন-সংবর্ধিত নবনির্বাচিত পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, কাছেমাবাদ দরবার শরীফের পীর আ.ফ.ম অহিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, এইচ.এম জয়নাল আবেদীন, আকবর হোসেন ফারুক, রাজু আহম্মেদ হারুন। বক্তব্য রাখেন পৌরসভার সচিব মোঃ ফারুক হোসেন, বিআরডিবির চেয়ারম্যান জহরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, নবনির্বাচিত কাউন্সিলর রেজাউল করিম টিটু, সৈয়দা খায়রুন নাহার মায়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গোলাম হাফিজ মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম প্রমুখ। সভার শুরুতে নবনির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমান হারিছসহ সংরক্ষিত ও সাধারন ১২ জন কাউন্সিলরকে পৌরসভা এবং সর্বস্তরের পৌর নাগরিকদের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়।