ওই ছাত্রের নাম সিফাত আল ইমরান (সৈকত)। সে পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের ছাত্র। গতকাল সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ধামালিপাড়াস্থ এক মেসে সৈকত তার নিজ কক্ষে আত্মহত্যা করে। সৈকত ওই মেসে নতুন এসেছে বলে তার মেসের সদস্যরা জানায়। সৈকতের বাড়ি গাইবান্ধা জেলায়। প্রেমঘটিত বিষয় নিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সন্ধ্যায় ওই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. সাইফুল ইসলাম, ছাত্র নির্দেশনা ও পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউনুস, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ মোরাদসহ শিক্ষক ও শত শত শিক্ষার্থী সৈকতের মেসে ছুটে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌছেছে।