গৌরনদীতে একটি পিকাপে রহস্যজনক অগ্নিকান্ড

Destry A Pickup Vanএকটি পিকাপে দ্বিতীয় বারের মতো রহস্য জনক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দ্বিতীয় বারের মতো এই অগ্নিকান্ড নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভুরঘাটা গ্রামের লুৎফর রহমান মুন্সী ৯ মাস আগে যশোরের নিটল মোটরস লিঃ এর শোরুম থেকে ২ লাখ আড়াই হাজার টাকা নগদ জমা দিয়ে কিস্তিতে একটি পিকার খরিদ করে। যার মোট মূল্য ধরা হয় ৮ লাখ ২০ হাজার টাকা । ধার্য্য মূল্যের প্রথম শ্রেনীর বীমা  করা হয়। প্রতিদিন রাতে পিকাপটি ভূরঘাটা পেট্রোল পাম্পে হেফাজতে রাখত।

গত ১৩ ফেব্র“য়ারি রাতে ভুরঘাটা বাস স্ট্যান্ড সংলগ্ন মুন্সী বাড়ির সামনের ব্রিজের উপর থাকা পিকাপে কে বা কারা অগ্নিসংযোগ করে। এতে পিকাপের সামনের কেবিনটি ক্ষতিগ্রস্থ হয়। ওই অবস্থায়ও পিকাপটি সেখানে ফেলে রাখা হয়। এ ঘটনার ৫ দিনের ব্যবধানে শুক্রবার গভীর রাতে কে বা কারা ফের ওই পিকাপটিতে অগ্নিসংযোগ করলে পিকাপের সম্মুখ অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

গৌরনদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম জানান, ১৩ ফেব্র“য়ারি অগ্নিসংযোগের পর সেখানে পিকাপটি ফেলে রাখা সন্দেহ জনক। এ অবস্থায় ফের একই স্থানে ওই পিকাপে অগ্নিসংযোগের বিষয়টি রহস্যাবৃত্ত। তাই বিষয়টি গভীর ভাবে তদন্ত করা হবে বলে তিনি জানান।