তাদেরকে বাংলা ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পেছনের ইতিহাস চানতে হবে। এজন্য দরকার ইতিহাসের পুনরাবৃত্তি করা। ভাষার জন্য রক্ত দেয়ার নজির পৃথিবীর কোথাও নেই। একমাত্র বাঙ্গালী জাতিই ভাষার জন্য রক্ত দিয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বাকেরগঞ্জের কামারখালী হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে “ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা” শীর্ষক এক আলোচনা সভায় কথাগুলো বলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সংগঠক ও সমাজ কর্মী ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল। দাঁড়িয়াল ইউপি আ’লীগ সভাপতি জয়নাল আবেদিন হাওলাদারের সভাপতিত্বে বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রধান আলোচক শাহজাহান মাতুব্বর, ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মৃধা, মাষ্টার মতিউর রহমান, যুবলীগ নেতা বাসির আহম্মেদ বাচ্চু, হেমায়েত উদ্দিন, সিপন খান, সৈনিক লীগ সাংগঠনিক সম্পাদক মিনাক্ষী বিশ্বাস মিনু, ইউপি সৈনিক লীগ সভাপতি সাখাওয়াত হোসেন তোতা, সম্পাদক জাকির খান, ছাত্রলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।