প্রধানমন্ত্রীর আগমনে বরিশালে নিরাপত্তা বলয়

  রং বেরংয়ের পোস্টার ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে গেছে মহানগরী। অপরদিকে বরিশাল মহানগরীকে নিঃছিদ্র নিরাপত্তার বলয়ে ঢাকা হয়েছে। প্রধানমন্ত্রীর বরিশালে ৬ ঘন্টার সফর কে কেন্দ্র করে ডিজিএফআই,সিটিএসবি,মেট্রো পলিটন পুলিশ,র‌্যাব, ট্রাফিক পুলিশসহ,প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হসিনার আগমন উপলক্ষে  নগরীর বিভিন্ন জায়গায় চেক পোস্ট বসানো হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক এসএম আরিফ-উর-রহমান জানান, বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষনিক   নিরাপত্তায় থাকবে এসএসএফ বাহিনী।
সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল শিক্ষাবোর্ড ভবন, বেলা সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দুপুর ১২ টায় সার্কিট হাউজে উন্নয়ন সম্পর্কে জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। দুপুরে সার্কিট হাউজে নামাজ, মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম নিবেন তিনি । দুপুর আড়াইটায় বরিশাল সহ দক্ষিনাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের সেতু কীর্তনখোলা নদীর উপর নির্মিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর উদ্ধোধন করবেন । পৌনে তিনটায় সেতু সংলগ্ন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩ টায় দপদপিয়ায় জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন ।  প্রধান মন্ত্রীর আগমনের সকল প্রস্তুতি সম্পন্নও হয়েছে।

এদিকে প্রধান মন্ত্রীর আগমনে বরিশাল জেলা ও মহানগর আ’লীগ এবং অঙ্গ সংগঠনের মাঝে প্রানচাঞ্চল্য বইছে। নেতা-কর্মীরা রং বেরংয়ের পোস্টার,ব্যানার, ফ্যাস্টুন সেটে দিচ্ছে। মহানগর যুবলীগের উদ্যোগে দুইটি দৃষ্টি নন্দন তোড়ন নির্মান করার কথা বলেছেন সংগঠনের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম। সার্কিট হাউজ ও জিলা স্কুলের সামনে নজরকাড়া তোড়ন নির্মান করা হয়। এছাড়া রুপাতলী ও দপদপিয়ার সেতুর প্রবেশদ্বারে দৃষ্টি নন্দন তোড়ন নির্মান করা হয়েছে। এর বাইরেও ওয়ার্ডে ওয়ার্ডে দলের নেতা-কর্মীরা তোড়ন নির্মান করেছে।