সাধারন সম্পাদক নির্মল হালদার (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেলে বাগধা গ্রামের নিজবাড়িতে পরলোকগমন করেছেন। তিনি বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। ওইদিন রাতেই পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।