শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী কনফারেন্স

National Conference on Contemporary Issues In Economics (NCCIE) SUST 2011’  গতকাল সকাল সাড়ে ৯টায় মিনি অডিটরিয়ামে শুরু হয়। SHABIএতে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন বলেন-বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে নতুন জ্ঞানের সৃষ্টি করা। এজন্য আমাদেরকে শুধুমাত্র পাঠ্য বইয়ের উপর নির্ভরশীল হলে চলবে না। এজন্য প্রয়োজন গবেষণা। বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ব্যাপক গবেষণার সংস্কৃতি থাকা প্রয়োজন। নইলে আমরা জ্ঞানের পথ থেকে বিচ্যুত হয়ে পড়বো।

তিনি আরো বলেন-গবেষণা পরিচালনা নিঃসন্দেহে প্রতিবন্ধকতা রয়েছে। এ ক্ষেত্রে অর্থের সমস্যাটি প্রকট। এজন্য আমি ব্যক্তিগতভাবে শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করার চেষ্টা করছি। এ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে সামাজিক বিজ্ঞান  বিষয়ে যেহেতু কম  ব্যয়ে গবেষণা করা যায়-তাই  এ বিষয়ের শিক্ষকদের গবেষণায় আরও এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন-অর্থনৈকি উন্নয়ন বিষয়ে বিভিন্ন দেশ ব্যাপক গবেষণা করছে। বিশেষ করে পাশ্ববর্তী দেশ ভারত এ ব্যাপারে বেশ অগ্রসর। আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি-কিন্তু সমস্যা সমাধান খুঁজে বের করার করার জন্য গবেষণা করি না। এসব অর্থনৈতিক সমস্যা সমাধানের এজন্য রাজনীতিবিদ নয় বরং গবেষকদের এগিয়ে আসা উচিৎ।

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কয়েকটি দেশের উদাহরণ দিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন খান বলেন-দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল জনশক্তি দরকার। কিন্তু সে জনশক্তি গড়ে তোলার জন্য স্বাধীনতার চল্লিশ বছরেও একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই বর্তমান সরকার গৃহীত শিক্ষানীতি বাস্তবায়িত হলে জাতির সে প্রয়োজন পূরণ হবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন-একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গবেষণার বিকল্প নেই। আমাদের গবেষণা করতে হবে মালয়েশিয়া ও সিঙ্গাপুরেরর মতো সমপর্যায়ের দেশগুলো মাত্র কয়েক দশকে অর্থনৈতিকভাকে এতদূর এগিয়েছে এবং সমৃদ্ধি অর্জন করেছ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. এ কে এনামুল হক বলেন-প্রতিযোগিতার মধ্য দিয়ে পৃথিবী সামনে অগ্রসর হচ্ছে। আর তা হচ্ছে জ্ঞানের প্রতিযোগিতা । এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের গবেষণা কার্যক্রম বাড়াতে হবে।

তিনি বিশ্ববিদ্যালয়কে জ্ঞান সৃষ্টির একমাত্র পীঠস্থান হিসেবে উল্লেখ করে বলেন-কোন তথ্য যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে টেক্স বইয়ে অন্তর্ভূক্ত হতে কমপক্ষে ১০ বছর সময় ব্যয় হয়। ততদিনে আরও নতুন তথ্য বেরিয়ে আসে।  বিশ্ববিদ্যালয়ে সেই নতুন তথ্যের ভিত্তিতে শিক্ষা দান করা হয়। আর এ তথ্যের উৎস হচ্ছে গবেষণা। তাই বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম জোরদার করা অপরিহার্য। শাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ.ক.ম মাহবুবুজ্জামান বলেন-আমাদের দৈনন্দিক কার্যক্রমসহ সবকিছুই আবর্তিত হয় অর্থনীতিকে ঘিরে। অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান না হলে আমাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে।
অর্থনৈতিক বিষয়ে এ কনফারেন্স আয়োজন করার জন্য তিনি অর্থনীতি বিভাগকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে অর্থনীতি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান বলেন-আমাদের দেশে অনেক সসম্যা রয়েছে। তাই এসব সমস্যা নিয়ে অর্থনীতি বিষয়ের গবেষকরা কী চিন্তা করছে তা জানাই হচ্ছে এ  কনফারেন্সের উদ্দেশ্য। দেশের খ্যাতিমান অর্থনীতিবিদদের কাছ থেকে গবেষকরা এ কনফারেন্সে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।