বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ৮ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিটি ইউনিয়নে স্বতঃস্ফুর্ত ভাবে আওয়ামীলীগ নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কাউন্সিলরদের ওপেন ভোটের মাধ্যমে ৭টি ইউনিয়নের প্রতিটিতে ৬৫ সদস্য বিশিষ্ট আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। ইউনিয়নের প্রতিটি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়নের কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মতলেব মাতুব্বরকে সভাপতি ও অখিল চন্দ্র দে’কে সাধারন সম্পাদক করে খাঞ্জাপুর ইউনিয়ন, রাজ্জাক হাওলাদারকে সভাপতি, শাহজাহান প্যাদাকে সাধারন সম্পাদক করে বার্থী ইউনিয়ন, মাহবুব চোকদারকে সভাপতি, শান্তি রঞ্জন সোমকে সাধারন সম্পাদক করে চাঁদশী ইউনিয়ন, আলমগীর হোসেন কবিরাজকে সভাপতি, আবুল কালাম মৃধাকে সাধারন সম্পাদক করে মাহিলাড়া ইউনিয়ন, আব্দুর রব হাওলাদারকে সভাপতি, অধ্যাপক মজিবর রহমানকে সাধারন সম্পাদক করে বাটাজোর ইউনিয়ন, এইচ.এম নজরুল ইসলামকে সভাপতি, জাহাঙ্গীর হোসেন মোল্লাকে সাধারন সম্পাদক করে সরিকল ইউনিয়ন, শাহজাহান কবীরকে সভাপতি, মানিক মীরকে সাধারন সম্পাদক করে নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।